জয় পাবে না জেনেই নির্বাচন থেকে দূরে থাকছে বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করে তাদের দলের কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের কাছে তারা বারবার প্রত্যাখ্যাত হয়ে সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে। এতে নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলেই নির্বাচন থেকে দূরে সরে থাকার চেষ্টা করছে।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শ্রমিক লীগের আয়োজনে চৌড়হাঁস কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচন পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বটতৈল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন