জয় পাবে না জেনেই নির্বাচন থেকে দূরে থাকছে বিএনপি: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭
অ- অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করে তাদের দলের কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের কাছে তারা বারবার প্রত্যাখ্যাত হয়ে সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে। এতে নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলেই নির্বাচন থেকে দূরে সরে থাকার চেষ্টা করছে।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শ্রমিক লীগের আয়োজনে চৌড়হাঁস কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচন পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সাধারণ মানুষ এখন নির্বাচনমুখী, বিএনপির ডাকে এখন কেউ সাড়া দিচ্ছে না বলেই রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করছে। জনগণকে ভোটে আনার কোনো পদক্ষেপ আওয়ামী লীগের নেই। জনগণ স্বেচ্ছায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন তাদের পছন্দের প্রার্থীকে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বটতৈল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা