৬ জানুয়ারি ভোর থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:১৭| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:০০
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দেওয়া বিএনপি এবার ভোটের আগের দিন ভোর ছয়টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ৬ জানুয়ারি (শনিবার) ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি (সোমবার) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি পালন করা হবে।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে ৬ ও ৭ জানুয়ারি হরতাল কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এ ঘোষণা দেন।

এছাড়া একই দিন দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে বিএনপি।

৭ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা