জামালপুর-৫: নৌকার সমর্থকদের মোটরসাইকেলে আগুন, প্রতিবাদ সভা

জামালপুর-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা মহেষপুর কালীবাড়ি এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, 'আওয়ামী লীগ আগুনের বিপরীতে পানি বিশ্বাস করে, আগুনের বিপরীতে আগুন নয়। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী। আগুনের রাজনীতি করে বিএনপি-জামায়াত। ২০১৪ সনের নির্বাচনে বিএনপি-জামাত নির্বাচন বানচালের যে কৌশল অবলম্বন করেছে, সেই বিএনপি-জামাত স্বতন্ত্র প্রার্থীর ওপর ভর করে তাদের আগুন রাজনীতির কৌশল প্রয়োগ করছে। আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সেই আগুন সন্ত্রাসের প্রতিবাদ জানাবেন।
গতকাল বুধবার রাত ৯টায় জামালপুর-৫ সদর আসনের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালীবাড়ীতে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের ৩ সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ সময় নৌকা প্রতীকের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদর আসনের নৌকা প্রতীকের এমপি প্রার্থী মো. আবুল কালাম আজাদের নির্বাচনি প্রচারণা শেষে আওয়ামী লীগের ১০/১২ জন কর্মী মোটরসাইলে রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ীতে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রে যায়। তারা সেখানে নৌকার স্লোগান দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছিলেন। এ সময় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনুর কর্মী-সমর্থকরা নৌকা প্রতীকের কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় নৌকা প্রতীকের চারজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা নৌকা প্রতীকের কর্মী নান্দিনা সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা শ্যামল, নজরুল ও সিফাতের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর জের ধরে নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের স্থানীয় একটি প্রচার কেন্দ্র ভাংচুর করেছে। এ ঘটনায় সেখানে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে জামালপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জামালপুর সদর থানার ওসি ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণার জেলা সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লুৎফুল কবীর বাবুর নেতৃত্বে আমাদের নৌকা প্রতীকের সমর্থকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় আমাদের পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এই ঘটনায় পুলিশের কাজে বাধা হামলা এবং ৩ পুলিশ আহত হবার ঘটনায় ২৪ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এআর)

মন্তব্য করুন