বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর গণসংযোগ

নির্বাচনি প্রচার-প্রচারণার শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত ঈগল মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ।
তার পাশাপাশি থেমে নেই তার স্ত্রী মনিকা নাথ। বৃহস্পতিবার দিনভর গণসংযোগ শেষে বিকালে মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনার চর, খরকী, দুর্গাপুর ও চরহোগলা সহ বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দেন মনিকা নাথ।
মনিকা নাথের সাথে পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার নাথের স্ত্রী কল্যানী রানী নাথ, অতিরিক্ত শিক্ষা সচিব সরোজ কুমার নাথের স্ত্রী শ্যামলী নাথ, পৌরসভার মেহেন্দিগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিতারানী গুহ, বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য কান্তা দেবনাথ, পঙ্কজ নাথ এমপি দুই রাজকন্যা প্রিয়তা ও প্রত্যুষা উপস্থিত হয়ে সকলের কাছে দোয়া ও ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন