শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৩
অ- অ+

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় নববধূকে আনতে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া এলাকায় ঢাকা-সখিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার চতলবাইদ গ্রামের কাসেম বেপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাইদুলের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন সাইদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ না থাকায় নিহত যুবকের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান রেখে চালক পালিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা