নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপ ভ্যানে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নেতাকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগকারীদেরকে খুঁজতে পুলিশ কাজ করছে।
(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ/ইএইচ)

মন্তব্য করুন