বিএনপি-জামায়াতের হরতাল: ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কিত নন সাতক্ষীরার প্রার্থীরা

ভোট বর্জনের আহ্বানে শনিবার সকাল ৬টা থেকে ভোটের পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত। এরপরও কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে চিন্তা করছেন না সাতক্ষীরার ৪টি আসনের প্রার্থীরা।
তারা বলছেন, প্রচারের সময় ভোটের মাঠে মানুষের যে উৎসাহ-উদ্দীপনা ও সক্রিয়তা দেখছেন তাতে ৭ জানুয়ারি বিপুলসংখ্যক ভোটার কেন্দ্রে যাবেন বলে তারা আশাবাদী।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ঢাকা টাইমসকে বলেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে প্রভাবিত বাংলাদেশের সাধারণ ভোটারদের এই ভোট উৎসবে বিএনপি কীভাবে হারিয়ে যাবে তার কোনো ঠিকঠিকানা নেই। ভোট বর্জনে তারা প্রচারণা চালালেও তাতে কর্ণপাত করছেন না সাধারণ মানুষ।
সাতক্ষীরা-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি ঢাকা টাইমসকে বলেন, সাতক্ষীরায় জামায়াত-বিএনপির কোন উত্তেজনা নেই, আশাকরি কোন সমস্যা হবে না, ভোট ঠিকমতো হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার প্রচার সভাগুলোয় সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে অন্তত এই আসনে কোনো সংশয় নেই।
ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদী এই সদর আসনটির আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু। তিনি ঢাকা টাইমসকে বলেন, বিএনপির ভোট বয়কটের ডাকে মানুষ মোটেও সাড়া দিচ্ছেন না এবং দেবে না। সদরের নির্বাচনি এলাকার আনাচে-কানাচে গিয়েছি, সবখানেই ভোট নিয়ে সাধারণ মানুষের বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখেছি। এছাড়াও জনগণ বুঝেছে এই আসনের বর্তমান এমপি আবারও এমপি হয়ে গেলে তাদের ভোগান্তি পুনরায় বেড়ে যাবে, তাই সবাই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী রুবেল হোসেন ঢাকা টাইমসকে বলেন, এখানে ভোট বর্জনের ডাকে কেউ সাড়া দেবে না।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী এইচএম গোলাম রেজা বলেন, আমি একদমই মনে করি না ভোটার উপস্থিতি কম হবে। আমি দেখছি চারদিকে নির্বাচনি দামামা বাজছে। প্রচারসভাগুলোয় মানুষের যে উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি তাতে ভোট বর্জনের কথা বলে না। সাধারণ মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির ঢাকা টাইমসকে বলেন, ভোটকেন্দ্রগুলোয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা থাকবে। ফলে কেউ বিশৃঙ্খলা করতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন