বেনাপোলে ১০টি শক্তিশালী ককটেল উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি বিচালি গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সন্ত্রাসীরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি বিচালি গাদায় বিপুল সংখ্যক ককটেল মজুদ কার হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়। পুলিশ এ ব্যাপারে তদন্ত কাজ শুরু করেছি। ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন