সরেজমিন মোহাম্মদপুর

রাতের ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা

তানিয়া আক্তার, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:১১ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে সাজসাজ রব। অনাকাঙ্ক্ষিত নাশকতা এড়াতে কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন অপেক্ষা সকালের। চোখ শুধুই ভোটারের আগমনে।

শনিবার রাত ১১টায় ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এমন দৃশ্য চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সুতোয় বাঁধা রঙিন কাগজের মালা জড়িয়ে ভোটারের অপেক্ষায় মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রের মহিলা-পুরুষ মিলিয়ে চারটি প্রবেশপথ। ভোটারের দাঁড়ানোর এবং সুশৃঙ্খলভাবে ভোট দেবার সুবিধার্থে কেন্দ্রের নাম্বারসহ ভবনগুলোর কোন তলায় এবং কোন ব্লকে ভোট দেবেন তা প্রবেশমুখেই লেখা রয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রে প্রবেশ করার যোগ্য ব্যক্তি সম্পর্কিত নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনাও টাঙানো রয়েছে।

পুরো বিদ্যালয় প্রাঙ্গণে পুরুষ ও মহিলা ভোটারের ভোট দেবার আলাদা ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠজুড়ে ঘুরে তদারকি করছেন। কোনো প্রকার শঙ্কার আভাস পাননি তারা। তবুও সতর্ক প্রতিমুহূর্তে।

তিন নম্বর মহিলা কেন্দ্রের ইনচার্জ এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এএসআই) কাউছার আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ' এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। কোনো ধরনের সংঘাত হবে না। এখানে চারটি কেন্দ্র রয়েছে। সকালে ভোটারের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ঢাকা-১৩ সংসদীয় আসন তিনটি থানার সাতটি ওয়ার্ড নিয়ে গঠিত। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবির নানক ছাড়াও ঢাকা-১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ তরীকত ফেডারেশনের কামরুল হাসান (ফুলের মালা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাফর ইকবাল (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জাহাঙ্গীর কামাল (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. শাহাবুদ্দিন (ছড়ি) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল সামাদ (একতারা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/টিএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :