সমঝোতা করেও ১২ আসন খোয়াল জাতীয় পার্টি, জামানত হারালেন কাদেরপত্নী

শাহনূর শাহীন, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:২২ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:২৯

নানা আলোচনা-সমালোচনা ও নাটকীয়তার পর শেষ পর্যন্ত ২৬ আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা জাতীয় পার্টির এগারোজন প্রার্থী জয়লাভ করেছেন। একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নির্বাচিত সাংসদ ছিলেন ২৩ জন। সেখান থেকে ১২ জন কমে এবার জাপার সংসদ সদস্য সংখ্যা দাঁড়াল ১১-এ। এরমধ্যে একজন ঢাকা-৬ আসনের বর্তমান এমপি কাজী ফিরোজ রশীদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে একাদশ সংসদের ১৪ জন এমপি এবার পরাজিত হয়েছেন এবং নির্বাচিত এগারোজনের মধ্যে দুজন নতুন প্রার্থী ছিলেন।

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, সমঝোতা ২৬ আসনের মধ্যে ১১টি আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থীরা নির্বাচনি বৈতরণি পার হতে পেরেছেন। এছাড়া সমঝোতার বাইরে অন্য কোনো আসনে দলটির কেউ তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তোলতে পারেনি। অনেকে ভোটগ্রহণের আগেই ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

দলটির শীর্ষ নেতাদের মধ্যে চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩, মহাসচিব মো. মুজিবুল হক কিশোরগঞ্জ-৩, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ ও সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জয়ী হয়েছেন।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।

একাদশ সংসদের পরাজিত ১৪ প্রার্থী হলেন, ঢাকায় সৈয়দ আবু হোসেন, গাইবান্ধায় শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহে ফখরুল ইমাম, সুনামগঞ্জে পীর ফজলুর রহমান, কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদ, নীলফামারীতে আহসান আদেলুর রহমান ও রানা মোহাম্মদ সোহেল, বগুড়ায় শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জে লিয়াকত হোসেন, বরিশালে নাসরিন জাহান, বগুড়ায় নুরুল ইসলাম তালুকদার।

এছাড়া সমঝোতায় গিয়েও ঢাকা-১৮ আসনে জাপা চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের পরাজিত হয়েছেন। অন্যদিকে জাপার আলোচিত প্রার্থীদের মধ্যে দলের পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থী রংপুর-১ আসনে দলটির আরেক সাবেক মহাসচিব মসিউর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধা পরাজিত হয়েছেন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :