বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪২ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৭

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে রাশিয়া। আগেও বিশেষ ও উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিরা রাশিয়ায় বসবাসের অনুমতি পেতেন। তবে সেই মেয়াদ একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর ছিল।

রবিবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে রশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, নতুন আইন অনুসারে কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলেই তিনি স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তার স্বামী/স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি/নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো—তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে। এ ছাড়া, একই শর্তের অধীনে, দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া।

গত বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে অভিবাসীবান্ধব নতুন এই আইন কার্যকর করার লক্ষ্যে মস্কো গত বছর সংবিধান সংশোধন করে। পরে সেই বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার থেকে সেটি আইনে পরিণত হয়েছে।

আরটি বলছে, নতুন আইন অনুসারে কোনো ব্যক্তি যদি রাশিয়ার যেকোনো বৈধ প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে উচ্চ শিক্ষা, স্বাস্থ্য সেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। একইভাবে কোনো ব্যক্তি যদি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়া যে বিদেশীরা ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে এক বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন তারাও তাদের পরিবারের সদস্যদের সাথে রাশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করার অধিকার পাবেন।

অন্যান্য শ্রেণীর বিদেশীদের ক্ষেত্রে প্রথমে একটি অস্থায়ী পারমিট থাকতে হবে এবং তাদের একটি রাশিয়ান ভাষা পরীক্ষাও পাস করতে হবে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :