বিদায়ী বছরে ১২০ জঙ্গি গ্রেপ্তার করেছে র্যাব

বিদায়ী বছরের ১২ মাসে ১২০ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। একইসঙ্গে এই সময়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন ধরণের উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে অপরাধ দমনের এই বিশেষায়িত বাহিনী। এছাড়াও এই সময়ে র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে ৯ জঙ্গি সদস্য।
হলি আর্টিসান পরবর্তী সময়ে র্যাবের তৎপরতায় ১৮৬৯ জঙ্গি সদস্য আটক হয়। তন্মধ্যে ৮৭৩ জন জেএমবি সদস্য। এছাড়াও প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের ২ হাজার ৯৯৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে ১৪৩৯ জন জেএমবি সদস্য।
বিভিন্ন অভিযানে কেন্দ্রীয় দাওয়াতী শাখা প্রধান, সূরা ও শরিয়া বোর্ড সদস্য, মহিলা শাখার নেতৃবৃন্দ এবং বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ আইটি বিশেষজ্ঞকে গ্রেফতারের মাধ্যমে জঙ্গি সংগঠনকে দুর্বল করে দেয় র্যাব। এভাবে র্যাবের সময়োচিত পদক্ষেপ ও তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি, অঙ্কুরেই নস্যাৎ করে দেয় জঙ্গি হামলা এবং হামলার সকল পরিকল্পনা। জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল।
বছরজুড়ে র্যাবের আলোচিত ৭টি জঙ্গি অভিযান:
গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান এবং আইইডি বা বোমা বিশেষজ্ঞ মো. আবুল বাশার মৃধা ওরফে আলম’কে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
১২ মার্চ রাতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ ৯ জনকে বান্দরবানের টংকাবতী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এসময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
২৩ জুলাই রাতে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ ৩ সদস্যকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদি পুস্তিকা ও নগদ অর্থসহ মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
৩০ আগস্ট রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত ৫ সদস্যকে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব।
১৪ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৩ এর আভিযানিক দল ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বশীল মো. মুনতাসির বিল্লাহসহ (৩৬) ৪ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা।
২৫ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও ডিজিএফআই এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা, বনানী, বনশ্রী ও যাত্রাবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ঢাকা অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহ উদ্দিন চৌধুরী ওরফে আবু মাসরুর (৫০)সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, উগ্রবাদে সহায়ক পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়েরি ও নোট বই।
২৫ অক্টোবর রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মো. ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুরসহ (২১) ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, চাঁদা আদায়ের প্রমাণপত্র এবং মোবাইল ফোন ও সীম কার্ড।
১০ ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাকসহ (৪১) ৬ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জিহাদি ও উগ্রবাদী বই এবং অন্যান্য সরঞ্জামাদী।
আত্মসমর্পণ ও পুনর্বাসন: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে জঙ্গিদের আত্মসমর্পনের ব্যবস্থা করে র্যাব। মূলত তখন থেকেই শুরু হয় বিপথগামী জঙ্গি সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র্যাবের তৎপরতা। র্যাব ডি-রেডিকেলাইজেশন ও রি-হ্যাবিলিটেশন প্রক্রিয়ার মাধ্যমে বিপথগামী জঙ্গিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনছে। র্যাবের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, বগুড়া, রংপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে আত্মসমর্পনের মাধ্যমে ৩১ জন বিপথগামী তরুণ-তরুণী জঙ্গিবাদ ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে। গত ০২ জানুয়ারি ‘নব দিগন্তের পথে’ অনুষ্ঠানে মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর নিকট নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ জন জঙ্গি বিনাশর্তে আত্মসমর্পণ করে।
(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এইচএম/এসআইএস)

মন্তব্য করুন