রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এইচ ব্লকে নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে বায়েজিদ (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। বায়েজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদকে হাসপাতালে নিয়ে আসা ভাই শাহীন বলেন, আমার ভাই সকালে আফতাবনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল। সে ভবনের চারতলার ছাদে রড বিছানোর সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমার ভাই নির্মাণাধীন ভবনটিতেই থাকত। আমাদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জংড়া গ্রামে। আমার বাবার নাম মোহাম্মদ আবু সাঈদ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি। (ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএম)

মন্তব্য করুন