বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আ.লীগের আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ২৩:৫২| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:০০
অ- অ+

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ধানমন্ডির ফোর সিজনস রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি মনজুরুল হাসান মঞ্জু, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সালে আহমেদ, পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, মনিরুজাম্মান মনির, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চোধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল ও আব্দুস সালাম, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চোধুরী, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আপু আলম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা রহমান মামুন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা, পোল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নান্নু শেখ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুজাম্মান কিরণ, রুহী দাস অস্ট্রিয়া আওয়ামী লীগ, রোমেল মিয়া ব্রাইন মিউজিক শাখার সভাপতি জার্মান, খলিলুর রহমান উপদেষ্টা সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউরোপ প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্যরা।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা