স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, হাসপাতালে সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা

স্বাস্থ্যকর্মীদের দেশব্যাপী ধর্মঘটের পর শ্রীলঙ্কা সরকারি হাসপাতালগুলোতে সামরিক বাহিনী মোতায়েন করেছে শ্রীলঙ্কান সরকার।
শুক্রবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া স্বাস্থ্য ইউনিয়নগুলোর ধর্মঘটে হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রতিক্রিয়ায় জরুরি পরিষেবা বজায় রাখতে এবং সরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন রোগীর চিকিৎসা নিশ্চিতে বৃহস্পতিবার সেনা সৈন্যদের মোতায়েন করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার সরকারি ডাক্তারদের ভাতা বৃদ্ধি করার ঘোষণা দেয় সরকার কিন্তু নিম্ন স্বাস্থ্য কর্মীদের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি।
সরকারের এমন পদক্ষেপে প্যারামেডিকস, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এবং রেডিওলজিস্টসহ স্বাস্থ্যসেবা কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভাতাও বৃদ্ধির দাবি জানান। এরপরই ধর্মঘটের ডাক দেয় স্বাস্থ্যকর্মীদের ইউনিয়নগুলো।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন