ইয়েমেনে হামলা চালিয়ে ‘সরাসরি গাজা যুদ্ধে’ জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রেহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলার ফলে বাইডেন প্রশাসন কার্যকরভাবে ‘সরাসরি গাজা যুদ্ধে’ জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন উপ রাষ্ট্রদূত নাবিল খুরি।

শুক্রবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে খুরি বলেন, ইয়েমেনে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ওয়াশিংটন। তিনি এ হামলাকে ‘মার্কিন কূটনীতির ব্যর্থতা’ বলেও অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এখান থেকে যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়তে পারে। আমি মনে করছি, এটি একটি মারাত্মক ভুল। হুতিদের থামানোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেয়া যেত।’

সাবেক এই মার্কিন কূটনীতিক আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ভেবেছে হামলা চালিয়ে হুতিদের দমিয়ে রাখা যাবে। কিন্তু আমার মতে, এখান থেকে বড় আকারের যুদ্ধ শুরু হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এই হামলার প্রতিক্রিয়া জানাতে বিলম্ব করেনি ইয়েমেন। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজের জবাব দিচ্ছে বলে মন্তব্য করেছেন হুতি নেতা আলী আল-কাহুম।

শুক্রবার ভোরে এক্স-এ আল-কাহুম বলেছেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজের প্রতি জোরালো জবাব দিচ্ছে, যা লোহিত সাগরে একটি ভয়ঙ্কর যুদ্ধের জন্ম দিচ্ছে। এছাড়া মার্কিন এবং ব্রিটিশ সামরিক স্থান এবং ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে...এবং যা আসছে তা আরও বড়।’

এদিকে ইয়েমেনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-আজি বলেছেন, ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আক্রমণের জন্য ওয়াশিংটন এবং লন্ডনকে উচ্চ মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে।

এক্স-পোস্টে আল-আজি বলেন, আমাদের দেশ যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং সামরিক বিমান থেকে একটি বিস্তৃত প্রতিকূল আক্রমণের শিকার হয়েছে এবং নিঃসন্দেহে, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে একটি ভারী মূল্য দিতে এবং এই নির্মম আগ্রাসনের সমস্ত গুরুতর পরিণতি বহন করতে প্রস্তুত থাকতে হবে।’

হুতি বিদ্রোহিদের আরেক নেতা মোহাম্মদ আল-বুখাইতি হুমকি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ‘শিগগিরই বুঝতে পারবে যে ইয়েমেনে হামলা তাদের ইতিহাসে সবচেয়ে বড় বোকামি’।

মোহাম্মদ আল-বুখাইতি এক্সে পোস্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে একটি ভুল করেছে। কারণ তারা তাদের পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি। এই নেতা বলেন, এই বিশ্বের প্রতিটি ব্যক্তি দুটির মধ্যে একটি বিষয় পছন্দ করে। হয় গণহত্যার শিকার জাতিগোষ্ঠীর পাশে দাঁড়ানো অথবা অপরাধীদের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে দুই মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে ম্যার্স্ক, সিএমএ সিজিএমেসহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো।

এরপরই হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ১০টি দেশসহ মোট ২০টি দেশের এ জোট হুতির আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দেয়। এরমধ্যেই বৃহস্পতিবার হুতিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন সেনারা।

এই হামলায় কমপক্ষে ১৬টি স্থানে হুতিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ ৬০টি বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনা বাহিনী।

এদিকে ইয়েমেনে সনতুন করে যেকোনও সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

এই বিভাগের সব খবর

শিরোনাম :