সোনারগাঁ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখা কৃষক লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ মোহাম্মদ আলমগীরকে আহ্বায়ক ও মো. নাজমুল হাসানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং সদস্য সচিব বি এম কামরুজ্জামান আবুলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শেখ মোহাম্মদ আলমগীরকে আহ্বায়ক ও মো. নাজমুল হাসানকে সদস্য সচিব করে কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ও ৪২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। যার মধ্যে ৬টি সদস্য পদ খালি রয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- অ্যাডভোকেট তাসলিমা জাহান পপি, শাহজাদী আক্তার সুমি, মজিবুর রহমান, তাইজুদ্দিন আহমেদ, কাজী বাবুল, শাহিন প্রধান, সাদ্দাম হোসেন।

নতুন আহ্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর জানান, দীর্ঘদিন যাবৎ কৃষক লীগের কার্যক্রম স্থবির হয়েছিল। পূর্বের কমিটি দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কৃষকলীগ। আমি চেষ্টা করব, সংগঠনটিকে পুণরুজ্জীবিত করতে।

কমিটির সদস্যরা হলেন- শাহিন, খোরশেদ আলম, মাজারুল ইসলাম, আশিকুর রহমান রানা, আলমগীর, আব্দুল্লাহ আল মামুন, সুজন আহামেদ, আবুল বাশার, রাজু আহমেদ, নজরুল, এহেসান, মোতালেব, মেহেদী হাসান, আক্তার হোসেন, মামুন প্রধান, জাহাঙ্গীর, মাজহারুল ইসলাম সুমন, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, আবু সালাম, ছোরহান মিয়া, আলতাব হোসেন, কামাল হোসেন, মনছুর মিয়া, জুলেখা আক্তার, জাকির হোসেন, আব্দুল গাফফার ভূঁইয়া, আলী মিয়া, আব্দুল রফিক, রাসেল মিয়া, আলমগীর খান পায়েল, ইলিয়াস আহমেদ, মাওলানা শাহিন, মাহাবুব মিয়া, জুম্মন হোসেন, রাকিব হোসেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা