ঢাকা টাইমসকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু
ভয়ভীতি দেখিয়ে বাজার স্বাভাবিক করা যায় না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠন করেছে বিজয়ী আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ জন নিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই সরকারের মন্ত্রিসভা। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বছরজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অস্থির থাকা বাজারে আসন্ন রমজানের ধাক্কা শুরু হওয়ার মতো কঠিন সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের। এমন চ্যালেঞ্জের মুখে কীভাবে বাজার সামাল দেবেন তিনি? সিন্ডিকেট ভেঙে ভোক্তা বা ক্রেতাদের স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন তো? এমন আশা-নিরাশার দোলাচলের মধ্যেই প্রতিমন্ত্রী হিসেবে রবিবার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাওয়া বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল টিটুর সঙ্গে এসব বিষয়ে একান্তে কথা বলেছে ঢাকা টাইমস।
বাজার নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঢাকা টাইমসকে বলেন, ‘যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আস্থা নিয়ে একটা দায়িত্ব দিয়েছেন, আর যেহেতু আমাদের নির্বাচনি ইশতেহারে বলা আছে- দ্রব্যমূল্যটা আমাদের একটা টপ মোস্ট প্রায়োরিটি (অগ্রাধিকার)। রবিবার আমি মন্ত্রণালয়ে যাব, গিয়ে দেখব কী কী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে। সেগুলো দেখব।’
রমজান ঘিরে সিন্ডিকেটের কারসাজিতে অস্থির বাজার সামাল দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারে সিন্ডিকেট থাকলে তা দেখব। আর যেহেতু মার্চে রমজান শুরু হতে যাচ্ছে। অনলি সিক্সটি ডেজ টাইম ইজ শর্ট। আর বাকি যে জিনিসগুলো থাকবে তা করার চেষ্টা করব।’
বাজার নিয়ন্ত্রণের বিষয়ে আহসানুল ইসলাম টিুট বলেন, ‘মূলত যে উদ্যোগটা নেব তা হচ্ছে- প্রোডাক্ট (পণ্য) যেন অ্যাভেইল্যাবল (পর্যাপ্ত) থাকে, সাপ্লাই চেইনে (সরবরাহ) যেন ডিজরাপশন (বিঘ্ন) না হয়। আমরা দেশে ও বিদেশে যেখানে সাপ্লাই সোর্স আছে সেগুলোর সঙ্গে কো-অর্ডিনেট (সমন্বয়) করব। সাপ্লাইটা সবসময় সচল রাখব। আপনার যখন সাপ্লাইটা থাকবে তখন কারসাজি করার সুযোগটা কম পাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রবিবার মন্ত্রণাালয়ে গিয়ে সবার সঙ্গে বসে পরিকল্পনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে দেব। তিনি যদি মনে করেন যে, এই জিনিসগুলো করা দরকার। তাহলে এ জিনিসগুলো বাস্তবায়ন করব। মূলত আপনারা যারা সাংবাদিক মহল আছেন, তারা হলেন আমার চোখের মতো। আপনাদের সহযোগিতা পেলে ভালো কাজ করতে পারব।’
বাজার স্বাভাবিক করার প্রশ্নে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে বাজার স্মুথ (স্বাভাবিক) করা যায় না। বাজার স্মুথ করতে হবে প্রোডাক্ট অ্যাভেইল্যাবল করার মাধ্যমে। সাপ্লাই চেইনের ওপর আমি জোর দেব। প্রডিউসার (উৎপাদক) বা ইমপোর্টার (আমদানিকারক) হোক, তাদের থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানোর যে সময়টাকে আমরা লিড টাইম বলি। আমরা লিড টাইমটা কমিয়ে ফেলব। আপনারা জানেন বিভিন্ন দেশে গার্ডেন (বাগান) থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে মাত্র ২৪ ঘণ্টা। আমাদের দেশে পৌঁছাতে দুই-তিন দিন সময় লাগে। আপনি যখন সাপ্লাই চেইনটা স্মুথ করতে পারবেন, দেখবেন ক্রাইসিস বা ম্যানুপুলেশন (কারসাজি) কমে যাচ্ছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। আহসানুল ইসলাম হক টিটু একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচিত হন।
এছাড়া আহসানুল ইসলাম ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ী হিসেবেও পরিচিত টিটু সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা মকবুল হোসেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ছাড়াও এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্সের মালিক।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/আরআর)

মন্তব্য করুন