সাউথইস্ট ব্যাংকের বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৪
অ- অ+

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালনা পর্ষদের পরিচালক ম. মনিরুজ্জামান খান (প্রতিনিধি পরিচালক বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধান, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের জন্য সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন।

কনফারেন্সে গত বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জনসহ বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা