জটিল রোগে আক্রান্ত ৫৭ জনকে এমপির চিকিৎসা সহায়তা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:০৩ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ২০:৫৮

টাঙ্গাইলের মির্জাপুরে জটিল রোগে আক্রান্ত ৫৭ জন রোগীকে ২৮ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত চেক বিতরণ করেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ বক্তব্য দেন।

খান আহমেদ শুভ এমপির একান্ত সহকারী (এপিএস) আসিফ অনিক জানান, উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে ২৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এদিকে খান আহমেদ শুভ ঢাকা টাইমসকে বলেন, এ আসনের সর্বস্তরের মানুষ ভালোবেসে বিপুল ভোটের ব্যবধানে আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করে ঋণী করেছেন। সেবার মধ্যদিয়ে তাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করার চেষ্টা করে যাবো।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :