জটিল রোগে আক্রান্ত ৫৭ জনকে এমপির চিকিৎসা সহায়তা

টাঙ্গাইলের মির্জাপুরে জটিল রোগে আক্রান্ত ৫৭ জন রোগীকে ২৮ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত চেক বিতরণ করেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ বক্তব্য দেন।
খান আহমেদ শুভ এমপির একান্ত সহকারী (এপিএস) আসিফ অনিক জানান, উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে ২৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এদিকে খান আহমেদ শুভ ঢাকা টাইমসকে বলেন, এ আসনের সর্বস্তরের মানুষ ভালোবেসে বিপুল ভোটের ব্যবধানে আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করে ঋণী করেছেন। সেবার মধ্যদিয়ে তাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করার চেষ্টা করে যাবো।(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ ইএইচ)

মন্তব্য করুন