মীরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় হামলা, আহত ২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:২২
অ- অ+

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ হয়ে কাজ করায় কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) ও মাইনুল হাসান আশরাফ (৪৫)। এর মধ্যে আশরাফ মীরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনি এজেন্ট ছিলেন। মঞ্জু গিয়াসের পক্ষ হয়ে নির্বাচনি মাঠে কাজ করেন।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আজ সকালেও হামলা চালায় তারা। এতে দুজন আহত হয়েছেন। বিষয়টি মৌখিকভাবে ওসিকে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যে নিয়মে আম খেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা