রংপুরে অটোচালক হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে ৪ আসামি গ্রেপ্তার

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ২০:০৯| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২০:২৭
অ- অ+

রংপুর নগরীর পরশুরাম থানার চিলারঝাড় এলাকায় অটোচালক আলেফ উদ্দিন হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও একই সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সম্রাট, বকুল মিয়া, আশরাফুল ইসলাম ও ইউসুফ আলী।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১২ জানুয়ারি সকালে রংপুর নগরীর পরশুরাম থানার চিলার ঝাড় এলাকার একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে মাঠে নামে পুলিশ।

পরে পুলিশ জানতে পারে, গত ১১ জানুয়ারি রাতে যাত্রী সেজে একই থানাধীন চব্বিশ হাজারি এলাকার মৃত জমসেদ উদ্দিনের ছেলে অটোচালক আলেফ উদ্দিনের অটোটি ভাড়া নেয় সম্রাট, বকুল মিয়া ও আশরাফুল ইসলাম।

এরপর তারা নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করার এক পর্যায়ে আলেফ উদ্দিনকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য পান করায়। এতে আলেফ উদ্দিন অচেতন হয়ে পড়লে পরিকল্পনা অনুযায়ী নগরীর চিলেরঝাড় এলাকার একটি ফাঁকা ধানখেতে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে সম্রাট, বকুল মিয়া ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও চোরাই অটোরিকশার ক্রেতা ইউসুফ আলী গংগাচড়া থানার শলেয়াশাহ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় অটোরিকশাটি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি ও মাহিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছে।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ রোববার
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা