জবির চারুকলা অনুষদের প্রথম ডিন অধ্যাপক আলপ্তগীন

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহা. আলপ্তগীন। তিনি বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২২ (৫) ধারা মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান বিভাগের অধ্যাপক মোহা. আলপ্তগীনকে পরবর্তী দুই বছরের জন্য চারুকলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক মোহা. আলপ্তগীন আজ ১১ জানুয়ারি ২০২৪ থেকে পরবর্তী দুই বছরের জন্য চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। তিনিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৪ জানুয়ারি ২০২৪ যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। অনুষদের আনুষ্ঠানিক যাত্রায় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে নবনিযুক্ত ডিন ও অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে দেশে তথা বিশ্বের দরবারে আরও অলঙ্কৃত করে তুলে ধরার চেষ্টা করবো। তিনটি বিভাগকে নিয়ে কাজের নতুন মাত্রায় এগিয়ে যাবো।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা