গ্যাস সংকটে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৪ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫২

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ হয়েছে। গ্যাস-সংকটের কারণে সোমবার বিকাল ৩টা থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যমুনা সার কারখানা দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছর ৫ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ করেছিল কর্তৃপক্ষ। টানা ৭২ দিন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ পেলে ২ নভেম্বর ফের উৎপাদনে শুরু করে কারখানাটি।

এ ঘটনার ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে গেলে বিকাল ৩টায় উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

শুরুতে কারখানাটির ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা থাকলেও গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারছে।

এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাবো।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :