গাজীপুরের পুবাইলে আগুনে পুড়ল ঝুট গুদাম

গাজীপুর মহানগরীর পুবাইলে আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গুদাম।
সোমবার রাত পৌনে ৯টায় হায়দারাবাদ লোকমান মার্কেট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে জনৈক সাদ্দামের টিনশেড ঝুট গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাজেদুল জোয়ারদার জানান, রাত সোয়া ৯টায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে গুদাম পুরোপুরি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এআর)

মন্তব্য করুন