বিশ্বের সবচেয়ে ‘মেধাবী শিক্ষার্থী’ ৯ বছর বয়সি প্রীশা 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০০| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৩
অ- অ+

বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীর তালিকায় নাম উঠে এসেছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ৯ বছর বয়সি প্রীশা চক্রবর্তী। জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় মোট ৯০টি দেশের ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৯ বছর বয়সেই ‘বিশ্বের মেধাবীতম’ শিক্ষার্থীর এই শিরোপা জিতে নিল প্রীশা।

সোমবার জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলেই দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছে প্রীশা। যা তাকে ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী’র সম্মান এনে দেয়।

প্রসঙ্গত, এই প্রতিযোগিতা যথেষ্ঠ কঠিন। প্রতি বছর ৩০ শতাংশের কম প্রতিযোগী এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।

প্রীশার বাবা-মা জানান, ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ৩য় গ্রেডের ছাত্রী প্রীশা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী প্রীশা।

মাত্র ৬ বছর বয়সে নাগলিয়ারি নন ভার্বাল এবিলিটি টেস্টে ৯৯ শতাংশ নম্বর পেয়ে সকলকে তাক লাগায় সে। এছাড়া স্কলিশটিক অ্যাসেসমেন্ট টেস্ট, আমেরিকান কলেজ টেস্টিং, স্কুল অ্যান্ড কলেজ এবিলিটি টেস্টেও তাক লাগানো পারফরম্যান্স করে সম্মানিত হয়েছে প্রীশা।

অন্যদিকে বিশ্বের প্রাচীনতম উচ্চ-আইকিউ সোসাইটি মেনসা ফাউন্ডেশনের একজন আজীবন সদস্য প্রীশা, যেখানে সদস্যপদ পেতে আইকিউ বা অন্যান্য অনুমোদিত বুদ্ধিমত্তা পরীক্ষায় ৯৮ শতাংশ বা তার বেশি স্কোর করতে হয়।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা