বলিউডে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৩
অ- অ+

বলিউডের হিন্দি সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার। আগামী ২৮ জানুয়ারি গুজরাটের গান্ধী নগরে বসতে চলেছে এই পুরস্কারের ৬৯তম আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডে খ্যাতিমান পরিচালক ও প্রযোজক করণ জোহর।

প্রতিবছর বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এ বছরের ফিল্মফেয়ার সঞ্চালনা করবেন করণ জোহর। তিনি এর আগেও একাধিকবার অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন।

এ বছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হতে যাচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে মনোনয়ন। সেখানে সেরা পারফরম্যান্স, সেরা চলচ্চিত্র এবং সেরা তারকারা মনোনীত হয়েছেন, যারা গত বছর তাদের কাজ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে শিল্পী, টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন তালিকায় রয়েছে সম্প্রতি আলোড়ন সৃষ্টি করা বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেইল’, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’, অ্যাটলি কুমারের ‘জাওয়ান’, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’, অমিত রাইয়ের ‘ওএমজি ২’, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’।

সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রণবীর কাপুর (অ্যানিম্যাল), রণবীর সিং (রকি অউর রানি কি প্রেমকাহানি), শাহরুখ খান (ডানকি, জাওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর)।

সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেমকাহানি), ভূমি পেডনেকার (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আদভানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডানকি) ।

সেরা পার্শ্ব-অভিনেতার মনোনয়ন পেয়েছেন অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ আহলাওয়াত (থ্রি অব আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভেদ), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেইল)।

সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন দীপ্তি নাভাল (গোল্ডফিশ), ফাতিমা সানা শেখ (ধক ধক), রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে), সাইয়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগ্যাটো), শেফালী শাহ (থ্রি অব আস)।

সেরা পরিচালক অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি কুমার (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি কি প্রেমকাহানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান), বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেইল) ।

পার্শ্ব সেরা চলচ্চিত্র টুয়েলভথ ফেইল (বিধু বিনোদ চোপড়া), ভেদ (অনুভব সিনহা), ফারাজ (হংসল মেহতা), জোরাম (দেবাশিস মাখিজা), শ্যাম বাহাদুর (মেঘনা গুলজার), থ্রি অব আস (অবিনাশ অরুণ ধাওয়ারে) জিগ্যাটো (নন্দিতা দাস সেরা)।

এছাড়াও সেরা গায়কের মনোনয়ন পেয়েছেন অরিজিৎ সিং (লুট পুট গায়া; ডানকি) এবং অ্যানিম্যাল-এর (সাতরঙ্গ), ভূপিন্দর বাব্বল (আরজান ভাইলি; অ্যানিমাল), শহিদ মাল্য (কুদময়ী; রকি অউর রানি কি প্রেমকাহানি), সোনু নিগম (নিকলে থে কাভি হাম ঘর সে; ডানকি), বরুণ জৈন (সচিন; জিগর), শাদাব ফরিদি (আলতামাস ফরিদি)।

সেরা গায়িকা হিসেবে মনোনয়ন পেয়েছেন দীপ্তি সুরেশ (আরারারি রারো; জওয়ান) জোনিতা গান্ধী (হে ফিকর; এইট এএম মেট্রো), শিল্পা রাও (বেশরম রং; পাঠান) ও জাওয়ান সিনেমার (চালেয়া), শ্রেয়া ঘোষাল (তুম কেয়া মিলে; রকি অউর রানি কি প্রেমকাহানি)।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা