ইউক্রেনের রাষ্ট্রত্ব হুমকির মুখে পড়তে পারে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩২
অ- অ+

যুদ্ধের চলমান ধরন অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্ব হুমকির মুখে পড়তে পারে এবং ইউক্রেনে রাশিয়ার অর্জনগুলো জোর করে কেড়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে সুইজারল্যান্ড বৈশ্বিক শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হওয়ার একদিন পর মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন পুতিন।

ভাষণে পুতিন পশ্চিমা বিভিন্ন দেশ ও ইউক্রেনে আলোচিত হওয়া ‘তথাকথিত শান্তি ফর্মুলাগুলোকে’ প্রত্যাখ্যান করেন এবং এগুলোকে তিনি ‘নিষিদ্ধ দাবি’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘আচ্ছা, যদি তারা (আলোচনা করতে) না চায়, তাহলে করবে না!’

পুতিন আরও বলেন, ‘এখন এটা বেশ সুস্পষ্ট, ইউক্রেন শুধুমাত্র পাল্টা আক্রমণই ব্যর্থ হয়নি, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে রুশ বাহিনীর হাতে রয়েছে। এভাবে চলতে থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্ব একটি অপূরণীয়, অত্যন্ত গুরুতর আঘাতের সম্মুখীন হতে পারে।’

প্রসঙ্গত, চলমান যুদ্ধের গতিপথ সম্পর্কে পুতিনের বিবৃতি সাম্প্রতিক মাসগুলোতে ক্রমবর্ধমান আত্মবিশ্বাসী এবং আক্রমনাত্মক হয়ে উঠেছে। এছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ কোনও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতেও ব্যর্থ হয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের ১৭.৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

পুতিন বলেন, আমরা যা উপলব্ধি করেছি তা হচ্ছে- গত দেড় বছরে হওয়া আলোচনা ও সংলাপ ছিল মূলত ইউক্রেনে আমাদের অর্জনগুলো ত্যাগ করতে আমাদের অনুপ্রাণিত করার একটি প্রচেষ্টা। কিন্তু এটা অসম্ভব, সবাই বোঝে, এটা অসম্ভব।’

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির উত্থাপিত শান্তি ফর্মুলায় অন্যান্য বিষয়ের মধ্যে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, সংঘাত বন্ধ করা এবং রাশিয়ান সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে রাশিয়া বলেছে, যে কোনো শান্তি আলোচনার ক্ষেত্রে ইউক্রেনে রুশ বাহিনীর অর্জিত ‘নতুন বাস্তবতা’ বিবেচনা করতে হবে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা