শ্রীপুরে ঘন কুয়াশায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে ঘন কুয়াশার কারণে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর-বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মো. মাফিজ মণ্ডল (৬৫)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন মাফিজ মণ্ডল। প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যান। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছাত্তার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা গাড়ির দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাইভেটকার মালিকের মৃত্যু হয়। জীবিত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া বলেন, প্রাইভেটকার ডোবায় পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।
(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন