অর্থমন্ত্রীকে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের অভিনন্দন

নবগঠিত মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের অন্যতম পরিচালক মো. আব্দুল মান্নানকে সঙ্গে নিয়ে মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান।
বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
অভিনন্দন জ্ঞাপনান্তে ড. সেলিম মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন