কলকাতাজুড়ে মোশাররফ করিম: দেখে এসে যা বললেন গায়ক আসিফ

বিস্ফোরণ ঘটাতে যাচ্ছেন মোশাররফ করিম। দুই বাংলা জুড়ে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘হুব্বা’। যেটি পরিচালনা করেছেন ওপার বাংলার অভিনেতা, নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। সিনেমাটি পুরোপুরি কলকাতার। বাংলাদেশি সেটি মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়।
এ লক্ষে পুরো কলকাতাজুড়ে শোভা পাচ্ছেন মোশাররফ করিম। বাসে, ট্রেনে, অটোতে এবং দেয়ালে দেয়ালে তার সিনেমা ‘হুব্বা’র পোস্টার। স্বচক্ষে তা দেখে এসেছেন বাংলাদেশে জনপ্রিয় গায়ক আসিফ আকবর। মোশররফ করিমকে নিয়ে রীতিমতো গর্বিত তিনি।
ফেসবুকে ‘হুব্বা’র একটি পোস্টার শেয়ার করে আসিফ ক্যাপশনে লিখেছেন, ‘বিদেশের মাটিতে যে কোনো বাংলাদেশির সফলতা দেখলে খুব ভালো লাগে। পুরো কলকাতা শহরজুড়ে দেখতে পেলাম প্রিয় মোশাররফ করিমের আপকামিং সিনেমা ‘হুব্বা’র পোস্টার/ ব্যানার/ বিলবোর্ড।’
আসিফ লিখেছেন, ‘বুকটা ভরে গেছে গর্বে। কলকাতার পরিচালক ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’য় মোশাররফ করিমকে দেখা যাবে ফেমাস গ্যাংস্টারের ভূমিকায়। তিনি বিস্ফোরন ঘটাবেন- এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। হুব্বা টিমের সফলতা কামনা করি। আমাদের প্রতিভারা ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।’
কলকাতার এই সিনেমা বাংলাদেশে মুক্তির জন্য গত বুধবার আনকাট ছাড়পত্র পায় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে প্রযোজনা এবং পরিবশেক সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
মোশাররফ করিম বলছেন, ‘হুব্বা’ সিনেমাটি দর্শক গল্পের জন্যই দেখবে। আমি বিশ্বাস করি, দর্শক আমাকে ভালোবাসেন। এই দুই কারণেই তারা সিনেমাটি দেখবেন। এই সিনেমাটি দুই বাংলার দর্শককে আকর্ষিত করবে। সবাই সিনেমাটি দেখে মজা পাবেন। তাছাড়া নিজের কাজ নিয়ে আমি সব সময়ই আত্মবিশ্বাসী। কারণ কাজের সঙ্গে আমার সততা, শ্রম ও প্রত্যাশা মিশে থাকে।’
‘হুব্বা’ সিনেমাটি তৈরি হয়েছে কলকাতার হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে। যিনি হুগলির দাউদ ইব্রাহিম বলে পরিচিত। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজে)

মন্তব্য করুন