জীবনে আগে কখনো এতটা অসহায় অনুভব করিনি: পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:১৬| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:১৯
অ- অ+

আলোচিত চিত্রনায়িকা পরীমনির কপালে চিন্তার ভাঁজ। কয়েকদিন ধরে অসুস্থ তার একমাত্র সন্তান ছেলে শাহীম মোহাম্মদ রাজ্য ওরফে পদ্ম। তার দেহে দুটি ভাইরাস ধরা পড়েছে। সে কারণে ছেলের ভালো চিকিৎসার জন্য তাকে নিয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন নায়িকা।

গত বুধবার বিকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কলকাতায় যান পরীমনি ও তার একরত্তি ছেলে। সেখান থেকে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী জানালেন তার মনের বর্তমান অবস্থা। লিখলেন, ‘জীবনে আগে কখনো এতটা অসহায় অনুভব করিনি। আল্লাহ সহায়।’

এই পোস্ট দেখে পরীমনির ভক্তদের আর বুঝতে বাকি নেই যে তাদের প্রিয় নায়িকা একমাত্র ছেলেকে নিয়ে সত্যিই অনেক দুশ্চিন্তায় আছেন। পোস্টে অনেকেই কমেন্ট করে নায়িকার ছেলের জন্য দোয়া করেছেন।

সম্প্রতি পারিবারিক আয়োজনে অংশ নিতে নানাবাড়ি পিরোজপুরে গিয়েছিলেন পরীমনি। সেখান থেকে ঢাকায় ফেরার আগে রাস্তায় বিক্রি হওয়া ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তার ছেলেসহ পাঁচজন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরীমনি কিছুটা সুস্থ হলেও ছোট্ট রাজ্য ওরফে পদ্ম এখনো অসুস্থ।

সে কথা উল্লেখ করে গত বুধবার ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনির ‘মম’ হিসেবে পরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনিই জানান যে, ছোট্ট রাজ্যর শরীরে দুটি ভাইরাস ধরা পড়েছে। তারই চিকিৎসা করাতে ছেলেকে নিয়ে কলকাতায় রয়েছেন পরীমনি।

এদিকে আজ শুক্রবার দেশের আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এটির পরিচালক চয়নিকা চৌধুরী। এর আগে অসুস্থতার কারণে সিনেমাটির সংবাদ সম্মেলনে থাকতে পারেননি পরীমনি। থাকতে পারলেন না মুক্তির দিনও।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা