রাজধানীতে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেপ্তারকৃতরা হলেন- কবির (৩৫), সোহেল (৪৫), শুভ শেখ (২৭) ও সুজন খাঁ (২৭। শুক্রবার যাত্রাবাড়ীর শনির আখড়া ও কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকায় অভিযান চালিয়ে শুভ শেখ ও সুজন খাঁ নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি জব্দ করা হয়।

যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় চালানো অপর এক অভিযানে কবির ও সোহেল নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু জব্দ করা হয়। তারা বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা