নিয়ম ভেঙে ভারতীয় সিনেমা মুক্তি: প্রতিবাদে শিল্পী সমিতি থেকে সাইমনের পদত্যাগ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬| আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯
অ- অ+

নিয়ম ভেঙে দেশে ভারতীয় সিনেমা মুক্তির প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ ছাড়লেন চিত্রনায়ক সাইমন সাদিক। শনিবার সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে সাইমন বলেন, আমি সাইমন সাদিক আপনার নেতৃত্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না।

বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভুত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।

সায়মন বলেন, আমার অভিনীতশেষ বাজিচলচ্চিত্রটি ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম-নীতি না মেনে বিদেশি আরেকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে। এসব বিষয় নিয়ে মত পার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি।

এই চলচ্চিত্র শিল্পী বলেন, অবাক হই বার বার এটা ভেবে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সব ক্ষেত্রে আমরা স্বনির্ভর হবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু চলচ্চিত্র শিল্পে ক্রমাগত পরনির্ভরশীল হচ্ছি, বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান রইল। আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাবো।

এদিকে দেশে হিন্দি সিনেমা আমদানির বিষয়ে আপত্তি নেই চলচ্চিত্র শিল্পী সমিতির। কিন্তু বিনিময়ে লাভের ১০ শতাংশ দিতে হবে বলে দাবি জানায় সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে আমদানি করা সিনেমার লভ্যাংশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দিতে রাজি হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এরপর ধারাবাহিকভাবে দেশে একের পর এক মুক্তি পাচ্ছে আমদানিকৃত সিনেমা।

শিল্পী সমিতির নেওয়া সিদ্ধান্তে এবার খেসারত দিতে হচ্ছে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিকের। কারণে তিনি সমিতির সহ-সাধারণ পদ থেকে অব্যাহতি চেয়েছেন। বলিউড বাদশা শাহরুখ খানের আলোচিত পাঠানচলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ সময় পর ফের ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমদানিকৃত সিনেমা।

উল্লেখ্য, শুক্রবার একদিনেই একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পায়। বলা প্রয়োজন, দেশের প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুযায়ী উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। দেশের দুটি সিনেমাকাগজের বউশেষ বাজিছাড়াও শুক্রবার মুক্তি পায় ভারতীয় চলচ্চিত্র হুব্বা দেশের দুই সিনেমার চেয়েও বিপুল সংখ্যক বেশি প্রেক্ষাগৃহ নিয়ে পর্দায় সিনেমাটি।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা