রাজধানীর তোপখানা রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তোপখানা রোডে মেহরাব প্লাজার ১৫ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকালের দিকে এ ভবনে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ০৮:১৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে নিরাপদে উদ্ধার করে। হতাহত নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, ১৬ তলা ভবনের ১৫ তলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের অফিসে আগুনের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেডএম)

মন্তব্য করুন