জবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ২১:০৮| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১:১৪
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান ড. মো. আজম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

অফিস আদেশে বলা হয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের সভাপতিত্ব করতে পেরে আমি অনেক সম্মানিত। অর্থনীতি বিভাগ অনেক দূর এগিয়েছে। বছরের পর বছর ধরে মেধাবী নবীন শিক্ষার্থীরা বিভাগে তাদের পথ তৈরি করেছে। তাদের মধ্যে কেউ কেউ বিভাগের অধীনে স্নাতকোত্তর শেষ করার পরে অনুষদ হিসেবে যোগদান করে বিভাগটিকে সমৃদ্ধ করেছে। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে নিবিড় বন্ধনের সঙ্গে বিভাগটি এই বিশ্ববিদ্যালয়ের কিছু সেরা ফলাফল তৈরি করছে। সকলের সহযোগিতায় বিভাগটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা