জবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১:১৪ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ২১:০৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান ড. মো. আজম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

অফিস আদেশে বলা হয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের সভাপতিত্ব করতে পেরে আমি অনেক সম্মানিত। অর্থনীতি বিভাগ অনেক দূর এগিয়েছে। বছরের পর বছর ধরে মেধাবী নবীন শিক্ষার্থীরা বিভাগে তাদের পথ তৈরি করেছে। তাদের মধ্যে কেউ কেউ বিভাগের অধীনে স্নাতকোত্তর শেষ করার পরে অনুষদ হিসেবে যোগদান করে বিভাগটিকে সমৃদ্ধ করেছে। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে নিবিড় বন্ধনের সঙ্গে বিভাগটি এই বিশ্ববিদ্যালয়ের কিছু সেরা ফলাফল তৈরি করছে। সকলের সহযোগিতায় বিভাগটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন অনুষ্ঠিত

শেষ হলো ঢাবি অধিভুক্ত ৭ কলেজের প্রথমদিনের ভর্তি পরীক্ষা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন আজ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ

বেরোবিতে বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে: ঢাবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমজমাট গবেষণা মেলা শুরু

ইউল্যাবের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে ১৮ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :