বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রাবি রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

রাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) নবগঠিত কমিটি। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাঊদ এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ রাবি রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শুধু সংবাদ পরিবেশনে নয় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যে সকল উদ্যোগ নিয়েছি সেগুলো বাস্তবায়নে বিশ্বস্ততার জায়গায় রাবি রিপোর্টার্স ইউনিটি রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়টিকে বিশ্ববিদ্যালয়ের জায়গায় দেখতে চাই। তথ্যের অবাধ প্রবাহটা আমরা চাই। আমাদের লুকানোর কিছুই নেই। আশা করি, রাবি রিপোর্টার্স ইউনিটিও তাদের দায়িত্বশীল আচরণ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসকও তাদের বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এ সময় রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃবৃন্দরাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা জানান।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা