রংপুরের বোলিং তোপে ১২০ রানেই থামল সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:১৪| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে টস হরে ব্যাটিংযে নেমে রংপুরের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেট দলীয় ৩৯ রানেই ৫ উইকেট হারায় সিলেট। এরপরেই দলের হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার বেনি হাওয়েল ও বেন কাটিং। এই জুটির ৬৮ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট। জয়ের জন্য রংপুরের দরকার মাত্র ১২১ রান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানেই প্রথম উইকেট হারায় সিলেট।সিলেটের হয়ে ওপেনিংয়ে নামা মোহাম্মদ মিঠুন নিজের ইনিংসকে আজ বেশিধূর নিয়ে যেতে পারেননি। ৩ বলে মাত্র ৫ রান করে মাহেদী হাসানের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৩ রানেই ওপেনিং জুটি ভাঙে সিলেটের।

সিলেটের হয়ে আজ ওয়ার ডাউনে খেলতে নামেন মাশরাফি। তবে তিনিও ব্যর্থ হন নিজের ইনিংসকে বড় করতে। ৭ বলে মাত্র ৬ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ২৪ রানেই ২ উইকেট হারায় সিলেট।

দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান ইয়াসির আলিও। দলীয় ৩৩ রানে মেহেদেী হাসানের বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ইয়াসির আলী। আউট হওয়ার আগে করেন ৬ বলে ৯ রান।

ইয়াসির আলির পথ অনুসরণ করে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান। মোহাম্মদ নবীর শিকার হয়ে তিনিও ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে করেন ৪ বলে মাত্র ১ রান।

ইয়াসির আলির পর দলীয় ৩৯ রানে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্তও। হাসান মুরাদের বলে রিপন মন্ডলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান্ত। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১৪ রান। শান্তর বিদায়ে মাত্র ৩৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পরে সিলেট।

৩৯ রানে ৫ উইকেট হারানোর পর দলের বিপদে হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার বেনি হাওয়েল ও বেন কাটিং। এই জুটিতে ভর করে ১৬ ওভার ৫ বলে দলীয় শতক পূর্ণ করে সিলেট।

কিন্তু দলীয় ১০৭ রানে বেন কাটিংয়ের বিদায়ে ভেঙে যায় এই জুটি। রিপন মন্ডলের বলে ডিপ কাভারে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান বেন কাটিং। তার বিদায়ে ১০৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে সিলেট।

বেন কাটিংয়ের পর সাজঘরে ফিরে যান বেনি হাওয়েলও। তাকেও ফেরান রিপন মন্ডল। অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা বেনি হাওয়েল রিপন মন্ডলের বলে লং অফে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।আউট হওয়ার আগে করেন ৩৬ বলে ৪৩ রান।

এই দুই ক্রিকেটারের বিদোয়ের পর আর বেমিধূর এগোতে পারেনি সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট। জয়ের জন্য রংপুরের দরকার ১২১ রান।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা