দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মঙ্গলবার রাত ৩টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক ছোট বড় যানবাহন। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমান বাসের যাত্রী ও চালকরা নদীর হিমেল বাতাসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বুধবার সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত তিনটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন