অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইনের বরখাস্তের আদেশ সাত বছর পর প্রত্যাহার

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪
অ- অ+

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনের সাময়িক বরখাস্তের আদেশ প্রায় ৭ বছর পর প্রত্যাহার করা হয়েছে। তার সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৭ সালের ১৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় (০৪/২০১৭) সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে তিনি জামিন লাভ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জামিনপ্রাপ্ত কর্মকর্তা কারাগারে আটক বলে গণ্য হবেন বিধায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম অনুযায়ী পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালে তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।

২০১৭ সালে স্ত্রীর করা নারী নির্যাতন মামলার কারণে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত এই ডিআইজিকে সাময়িক বরখাস্ত করা হয়। নির্যাতন ও যৌতুকসহ বিভিন্ন অভিযোগে তার সাবেক স্ত্রী ফারজানা শারমিন অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে চারটি মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা (নং-৪/২০১৭) করা হয়। এছাড়া যৌতুক নিরোধ আইনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ তে করেন সিআর মামলা (নং-৭৫০/২০১৬)। মুখ্য মহানগর হাকিম আদালতে ৪৯৪ ও ৫০৬ দণ্ডবিধিতে আরেকটি সিআর মামলা (নং-২২/২০১৭) করেন। জেলা ও দায়রা জজ আদালতেও একটি মামলা করেন শারমিন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা