সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন  আহছানউল্লা, রানার্সআপ ইস্ট ওয়েস্ট

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৫০
অ- অ+

এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজন সহিংস উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান অ্যাডিশনাল আইজি এসএম রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম রুহুল আমিন বিতর্কের শক্তি ও উগ্রবাদের বিরুদ্ধে তারুণ্যের শক্ত অবস্থান নেওয়ার কথা বলেন। তিনি বলেন, যার যার অবস্থান থেকে কাজ করলে ২০৪১ সালের মধ্যে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবো।

অ্যাডিশনাল আইজি বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে সাফল্য অর্জন করলেও এই নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। আমাদের সবসময়ই সতর্ক থাকতে হবে। তিনি সহিংস উগ্রবাদ বিরোধী চেতনায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুদৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন তরুণদের সম্পৃক্ত করে এটিইউর গৃহীত এই জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশব্যাপী এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার জন্য সুযোগ সৃষ্টির কথা বলেন।

অধ্যাপক ড. এস এম শামীম রেজা বিতর্কের শক্তি দিয়ে পরমতসহিষ্ণুতা ও আলোচনার সুযোগ রাখার ক্ষেত্র অবারিত রাখা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন। এই প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন দেশবরেণ্য সাবেক বিতার্কিকগণ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ তার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) প্রথম দিনের প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে অনুষ্ঠিত হয়। দিনভর প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতা মুখর করে রেখেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বর। প্রতিযোগিতার উদ্বোধন করেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি (অপারেশনস) আব্দুল আলীম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান ও সামসাদ নওরীন।

দুই দিনব্যাপী জমজমাট এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা