আবহাওয়া অধিদপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আজিজুর রহমান

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমানকে তার অবসর-উত্তর ছুটিসহ অন্যান্য সুবিধাদি স্থগিত করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলা হয়, তার মূল পদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আজিজুর রহমানের অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদের জন্য তার এই নিয়োগ।
আজিজুর রহমান গ্রেড-৫ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেএম)

মন্তব্য করুন