আবহাওয়া অধিদপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আজিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:০৬| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:২৭
অ- অ+

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমানকে তার অবসর-উত্তর ছুটিসহ অন্যান্য সুবিধাদি স্থগিত করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলা হয়, তার মূল পদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আজিজুর রহমানের অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদের জন্য তার এই নিয়োগ।

আজিজুর রহমান গ্রেড-৫ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা