পদ্মা ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা আশরাফুল ওরফে সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:১৪| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৯:১২
অ- অ+

খেলাপি ঋণ আদায়ে এখন আরও কঠোর হয়েছে পদ্মা ব্যাংক পিএলসি। শক্ত হাতে নিচ্ছে কঠিন আইনি পদক্ষেপ। যার ফলে সম্প্রতি ব্যাংকটির জামালপুর জেলার বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম ওরফে সেলিম গ্রেপ্তার হয়েছেন।

বর্তমানে তার কাছে সুদেমূলে মোট পাওনা ২৬ কোটি ৩৭ লাখ (প্রায়) টাকা। পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মোকদ্দমা নং ২৩৬/১৭ (দায়রা ৪২৮/১৮) দায়ের করে পদ্মা ব্যাংক পিএলসি। ওই মামলায় গত ১২ জুন ২০২২ বিজ্ঞ আদালত এনআই অ্যাক্টের আওতায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি ২০২৪-এ পদ্মা ব্যাংক রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশ মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম ওরফে সেলিমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা