বিগত সংসদের সঙ্গে এই সংসদের তুলনা হবে না: আরেফিন সিদ্দিক

তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:১৪| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:০০
অ- অ+

বিগত সংসদগুলোর সঙ্গে এবারের দ্বাদশ জাতীয় সংসদের তুলনা করা ঠিক হবে না। এক সংসদ থেকে অন্য সংসদে ভিন্নতা থাকবেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার সন্ধ্যায় ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘কোনো সংসদের সঙ্গে কোনো সংসদের তুলনা করার সুযোগ নেই। কারণ বিগত সংসদ নির্বাচনগুলোতে অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আর এবার বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। স্বাভাবিকভাবেই অন্যান্য সংসদের সঙ্গে এবারের সংসদের তুলনা করা ঠিক হবে না।’

ঢাবির সাবেক এই ভিসি বলেন, ‘আমার মনে হয় জনগণ যেভাবে প্রার্থীদের ভোট দিয়েছে, সেভাবেই জাতীয় সংসদ গঠিত হয়েছে। এক সংসদ থেকে অন্য সংসদে ভিন্নতা থাকবেই। জনগণ প্রার্থীদের ভোট দেয়, যারা নির্বাচিত হয়, তারাই সংসদে বসেন।’

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/টিআই/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা