হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত টিকটকার জাহানারা ১৭ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:১৬| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:১৭
অ- অ+

১৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী টিকটকার জাহানারা ওরফে ইতি আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, মামলার পর আদালত থেকে জামিন নিয়ে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপন করে ছিলেন আসামি। তাকে আইনের আওতায় আনতে র‍্যাব-১০, ফরিদপুর কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসামির অবস্থান কক্সবাজার সদরে শনাক্ত করতে সক্ষম হয়। পরে র‍্যাব-১৫ এর সহায়তায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জাহানারাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এইচএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা