মিয়ানমার সীমান্তে কোস্টগার্ডের টহল জোরদার, বাড়ানো হয়েছে জনবল-সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩
মিয়ানমারে সংঘর্ষ বৃদ্ধির পর সম্প্রতি নাফ নদীতে কোস্টগার্ডের টহল

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় সতর্ক অবস্থানে আছে কোস্টগার্ড। সীমান্তবর্তী এলাকায় জোরদার করা হয়েছে টহল। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্তের নিরাপত্তায় বাড়ানো হয়েছে জনবল। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জামও নেওয়া হয়েছে।

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বাহিনীর নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।

এরশাদ আলী বলেন, ‘আমরা সার্বক্ষণিক মনিটর করছি। আমাদের অবস্থান হচ্ছে মেরিটাইম নিরাপত্তায় সামুদ্রিক যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না। এ বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ।’

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা রয়েছে ২০০ নটিক্যাল মাইল। এছাড়া বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে কক্সবাজার সীমান্তজুড়ে রয়েছে নাফ নদী। ৬৩ কিলোমিটার নাফ নদীর প্রায় ৫০ কিলোমিটার মিয়ানমারের সঙ্গে, যেখানে টহল দেয় কোস্টগার্ড।

এরশাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোস্টগার্ড নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম সংস্থা হিসেবে সহযোগী হবে। তাই আমার নেতৃত্বাধীন বাংলাদেশ কোস্টগার্ডকে সেই পর্যায়ে নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফরেন পলিসি জাতির পিতা বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে, “কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক” আমরা বজায় রাখব। ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের কারও সঙ্গে কোনো বৈরিতা নাই, সবার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেইন করে চলতে চাই।’

নতুন করে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ হবে কি না—এমন প্রশ্নের জবাবে এরশাদ আলী বলেন, ‘১২ লাখ রোহিঙ্গাকে ইতিমধ্যে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে এই সমস্যার সমাধান করা। রোহিঙ্গা নেওয়া বা বের করে দেওয়া আসলে কোনো সমাধান না। এর জন্য একটা দীর্ঘস্থায়ী সমাধান দরকার, যেটা তাদেরই (মিয়ানমারকে) করতে হবে।’

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় আমরা সতর্ক অবস্থানে আছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না।’

বেলা ১১টায় কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সুরা ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি। এরপর সমাধিসৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মহাপরিচালক।

এ সময় কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কোস্টগার্ডের ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, গোপালগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানসহ কোস্টগার্ড সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সজল চোখে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ধ্বংসযজ্ঞ দেখলেন প্রধানমন্ত্রী

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রবিবার

আন্দোলন চলাকালীন এক নেতা নুরকে চার লাখ টাকা দেন: ডিবিপ্রধান

গর্তে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বিচার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক

সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে

বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ৬ষ্ঠ ঢাকা  

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী, সুচিকিৎসার নির্দেশ

দেশের অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি বানাতে সহিংসতা: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :