সালথায় পাটবোঝাই ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

ফরিদপুরের সালথায় মেয়ে-জামাই বাড়ি বেড়াতে এসে পাটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সালথা বাজারের স্কুল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মলা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন