বিকালে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হবে রবিবার বিকালে। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি।

প্রথম অধিবেশনে টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

অধিবেশনের শুরুতে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।

প্রথমদিন অধিবেশন চলার পর রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। আজ আবার মুলতবি অধিবেশন বসতে যাচ্ছে।

এই অধিবেশনে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা এবং উথাপিত হবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :