হায়েনাদের হটিয়ে যেভাবে স্বামীকে বাঁচালেন নারী

জমিতে পানি দিতে গিয়ে এক দল হায়েনার কবলে পড়েন নন্দু যাদব। এরপর চিৎকার শুনে স্ত্রী এসে বাঁচান তাকে।
সোমবার বিকালে ভারতের ছত্তিশগড় রাজ্যের কোনদাগাঁও জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জানা গেছে, সোমবার ফসলের জমিতে পানি দিতে যান নন্দু যাদব নামে এক ব্যক্তি। এ সময় এক দল হায়েনা তাকে ঘিরে ফেলে হামলা চালায়। নন্দু যাদবের চিৎকার শুনে ছুটে যান তার স্ত্রী সুগনি। তিনি স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। অবশেষে জমিতে খুঁজে পাওয়া একটি লাঠি দিয়ে হায়েনাকে মারতে থাকেন। একটি হায়েনা মারাও যায়। পরে অন্য হায়েনাগুলো পালিয়ে যায়।
হায়েনার হামলায় নন্দু যাদবের হাত-পায়ে ক্ষত হয়েছে হওয়ায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন