কুষ্টিয়ার দৌলতপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি  

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

বুধবার আনুমানিক দুপুর ১টার পরে উপজেলায় আল্লার দর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতক শিশুটি ভেড়ামারা উপজেলার মহিষাডোড়া গ্রামের মসজিদ পাড়ার দিপু আলীর ছেলে।

নবজাতকের বাবা জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের ছেলে সন্তান জন্মগ্রহণ করে।

বুধবার দুপুরে আমার শাশুড়ি রহিমন নেছা বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভেতরে বসে ছিলেন। এসময় একজন মহিলা বাচ্চাকে কোলে নিতে চাই। এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ওই মহিলার কোলে দিয়ে আমার শাশুড়ি পানি আনতে যান। এই সুযোগে বাচ্চা নিয়ে ওই অপরিচিত মহিলা চলে যান।

এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আমাদের কোন গাফিলতি নেই। আমরা সময় মত সকল কিছুর খোঁজ খবর রাখি। তবে তাদের আত্মীয়-স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমরা কি করতে পারি।

এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সার্কেল মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছি। তবে এখন পর্যন্ত চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করা যায়নি।

(ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ফ্যাসিবাদ কায়েমে আ.লীগ জোট শরিকদের বিচার করতে হবে: জাগপা
ব্যারিস্টার শামীমের নিয়োগ অগণতান্ত্রিক, চুন্নুই বৈধ মহাসচিব: আনিসুল-হাওলাদার
শরীয়তপুরে নতুন ডিসি তাহসিনা বেগম, অপসারিত আশরাফ উদ্দিনের স্থলাভিষিক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা